
সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং বিস্ফোরক আইনসহ মোট ৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল্যা ওরফে অস্ত্র আবদুল্যাকে (৪১) গ্রেট করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১), সিপিসি-৩, নোয়াখালী।
বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গতকাল রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বেগমগঞ্জ থানাধীন ৩নং জিরতলি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাড়ইচতর এলাকায় নিজাম উদ্দিনের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুল্যা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কোয়ারিয়া (ভুঞা গাজী ব্যাপারী বাড়ি) এলাকার মৃত মনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন ও অন্যান্য মামলায় গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন।
র্যাব জানায়, তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন এবং গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কিত মামলা অন্তর্ভুক্ত।
গ্রেফতারকৃত আবদুল্যার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসমূহের মধ্যে রয়েছে: লক্ষ্মীপুর সদর থানায় ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা। লক্ষ্মীপুর সদর থানায় ২০১৪ সালে হত্যা ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ। নোয়াখালী বেগমগঞ্জ থানায় ২০১৩ সালে হত্যা মামলা। নোয়াখালী বেগমগঞ্জ থানায় ২০২৪ সালে দায়ের করা হত্যা ও অপহরণ মামলা।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, আসামি দীর্ঘদিন পলাতক থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে তার অবস্থান চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।