
শওকত আলম, কক্সবাজার:
“জুলাইয়ের চেতনা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে ৫ আগস্টের চেতনায় এগিয়ে যেতে হবে। তুলে ধরতে হবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কষ্টের দিনলিপি।”
এমন মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজুর রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সম্মানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
জাতীয় প্রেসক্লাব সভাপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অবশ্যই বাস্তবতা যাচাই করে তথ্য উপস্থাপন করতে হবে। তিনি আরও বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় স্থান। এখানকার সমস্যা, সম্ভাবনা ও পর্যটন শিল্পের বিকাশ নিয়ে কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাব যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, “হলুদ সাংবাদিকতা হলো তথ্য সন্ত্রাস। এটি সাংবাদিকদের মর্যাদাকে ম্লান করেছে। আমরা সাংবাদিকতায় পেটডগ হতে চাই না, হতে চাই ওয়াচডগ—যা দেশের কল্যাণে ভূমিকা রাখবে।”
এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাজী রওনক হোসেন, বিএফইউজের সভাপতি এ কে এম মহসিনসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের শেষে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়।