
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে দুই শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার চিহ্নিত মাদক সম্রাট বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের মৃত এমদাদুল হক শিকদারের ছেলে সালাউদ্দিন শিকদার ওরফে রানা শিকদার (৪৫) ও বাতাকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ শরীফ (৩৫)।গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্যাহর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় নিজ বাড়িতে ইয়াবা বিক্রির মুহূর্তে রানা শিকদার ও শরীফকে হাতে-নাতে ২০০ পিস ইয়াবাসহ আ টক করা হয়।
গ্রেপ্তারের পরপরই রানা শিকদার অসুস্থ হয়ে পড়লে তার বড় ভাই খোকন শিকদারের উপস্থিতিতে চিকিৎসার জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
আ টককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।