
সাইফুল ইসলাম নোয়াখালী (বেগমগঞ্জ):
আগামীর চ্যালেঞ্জিং বিশ্বকে নেতৃত্ব দিতে ছেলেমেয়েকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে বলেছেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
তিনি আজ সকালে নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুর গাবুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান যেন ব্যবসায়ীক প্রতিষ্ঠান না হয়ে জাতি সঠিক ভূমিকা রাখতে পারে এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন নতুন শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, এছাড়াও নারী শিক্ষা উন্নয়নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভূয়সীর ভূমিকার প্রশংসা করেন।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবদুল রহিম এর সভাপতিত্বে ও
স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমানপর সার্বিক নির্দেশনায় এবং এপেক্সিয়ান ইয়াছিন সুমন এর সঞ্চালনায় এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খান।
কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ
মৎস্য জীবি দলের আহ্বায়ক ভিপি আলাউদ্দিন সহ আরো অনেকেই।
বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্ধ।