
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ঐতিহ্য ও গৌরবের শিক্ষা প্রতিষ্ঠান মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের গেইট নির্মাণ কাজে বাধা দেয়ার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে ১১ টায় মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন গেইটের সামনে এ মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় জনগন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আকতার আহমদ, চীফ ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন চৌধুরী, সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক মোঃ বেলাল উদ্দিন চৌধুরী, সোনাকানিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, প্রাক্তন ছাত্র রোকন উদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক বৃন্দ, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রছাত্রী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছাত্রজনতার দাবি তুলে ধরে বক্তারা বলেন, যারা মামলা করে শিক্ষা প্রতিষ্ঠানের গেইট নির্মাণ কাজ আটকে দিতে চায়, তাদের প্রতি অনুরোধ আপনারা নিজের ব্যক্তিগত আক্রোশ এই শিক্ষাপ্রতিষ্ঠানে আনবেন না, শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে নিছিমিনি খেলবেন না। আমাদের দাবি একটাই, আমাদের গেইট নির্মাণ কাজে বাধা দেয়ার চেষ্টা করবেন না। মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা গেইট চাই। মামলা নিষ্পত্তি চাই।
ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগকারী ইঞ্জিনিয়ার আমিনুল রহমান চৌধুরীর দাবি অযৌক্তিক ভিত্তিহীন এবং ষড়যন্ত্র মূলক, যাহা স্কুল এন্ড কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং উন্নয়ন মূলক কাজে ব্যাঘাত ঘটছে। স্কুলের জায়গা আমাদের মৌরশী সম্পত্তি উক্ত জায়গার মধ্যে স্কুল এন্ড কলেজের মূল ফটকে গেইট নির্মিত হচ্ছে। ১৬ আনা সম্পত্তির মধ্যে আমারা যারা ১২ আনা সম্পত্তির মালিকগন তারা বিনা স্বার্থে আমাদের সম্পত্তি স্কুল এন্ড কলেজ জন্য দিয়ে দিচ্ছি এবং ২ আনা সম্পত্তির মালিকেরও কোন আপত্তি নেই। শুধু মাত্র ইঞ্জিনিয়ার আমিনুল রহমান চৌধুরী গং ২ আনা সম্পত্তির মালিক যে মামলা দায়ের করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য মূলকভাবে স্কুল এন্ড কলেজের মূল ফটকে গেইট নিমার্ণ কাজে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন সরকারি বরাদ্দকৃত ১৮ লক্ষ টাকার অর্থায়নে নির্মাণাধীন গেইটটি স্কুল এন্ড কলেজের জায়গায়ই নির্মিত হচ্ছে।
তারা আমার পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ মামলা প্রত্যাহার চাই।
অভিযোগের বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার আমিনুল রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।