
অরবিন্দ রায়,
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশের ১% জনগণও জানে না পিআর কী। অনেক নেতাও পিআর পদ্ধতির বুঝে না। জনগণ মার্কা ও দল দেখে ভোট দেয় । যে ব্যক্তি জনগণের পাশে দাঁড়াবে, জনগণের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছে। তারা ক্ষমতায় আসতে পারবে না। দেশ স্বৈরাচার হবে, আরও ফ্যাসিস্ট হবে। এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআর পদ্ধতিতে হবে এমপি বাণিজ্য। এতে আরও অনিয়ম হবে, বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হবে।
খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জনগণ ভোট দিতে যাবে না। শুধু মার্কা ও দল না—ব্যক্তিও বড় ফ্যাক্টর। নির্বাচন নিয়ে অনৈক্য তৈরি হলে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ পাবে। দোসরদের দালাল প্রেতাত্মারা ফিরে এলে পিআর নিয়ে যারা নির্বাচন অস্থিতিশীল করতে চায় সমস্ত দায়ভার তাদের নিতে হবে। যাদের দাফন-কাফন হয়ে গেছে, তাদের রাজনীতির সুযোগ করে দিলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।’
মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর পরিচানায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম. এ জলিল, হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ সহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।