
চঞ্চল
লালমনিরহাট: শিক্ষার্থীদের নিজেদের মেধা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল কাজে আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। আজ রবিবার (৩ আগস্ট, ২০২৫) ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে “আন্তঃস্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫” উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।
উদ্বোধক ও স্কুলটির সভাপতি হিসেবে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি বলেন, “আমি আশা করি, শিক্ষার্থীরা শুধু বইয়ের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে এমন সৃজনশীল কাজে আরও বেশি মনোযোগ দেবে। তোমাদের এই আগ্রহই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই চমৎকার আয়োজনের জন্য ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাকে এবং সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে রইল অনেক শুভকামনা।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের পুনাক সভানেত্রী জীবন নাহার নাসরিন জেমি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, আরআই মোঃ সফিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোঃ সাদ আহমেদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।