
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তানিয়া আক্তার নামে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া আক্তার বরগুনা জেলার আমতলী থানার মল্লিক বাড়ির এলাকার আলী হোসেনের মেয়ে। বর্তমানে যাত্রামুড়া এলাকার লতিফ ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় ও প্রতিবেশীরা জানান, গত এক বছর আগে তানিয়া আক্তার প্রবাস থেকে দেশে ফিরেন। দেশে ফিসে পোশাক কারখানায় চাকরি নেওয়ার চেষ্টা করতে থাকেন। প্রবাসে যাওয়ার আগেও তানিয়া পোশাক কারখানাতেই চাকরি করতেন। শুক্রবার রাতে প্রতিবেশীরা জানালা দিয়ে তানিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।