
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা বাঘার বাড়ির হাফেজ মোঃ আশরাফুল সালেহীনকে( ১২) নিখোঁজ হওয়ার ( প্রায় ৪মাস পর) দীর্ঘ ৩ মাস ২১ দিন পর গতকাল ১লা আগস্ট শুক্রবার ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হাফেজ আশরাফুলের বাবা চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোঃ বেলাল হোসেন সাংবাদিকদের জানান , আমার একমাত্র ছেলে,, হাফেজ মোঃ আশরাফুল সালেহীন,গত ১১ এপ্রিল শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকা তার বোনের বাসা থেকে বাড়ী আসার উদ্দেশ্যে বের হয়ে ঢাকা সদরঘাট পৌঁছালে তারপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায় নি। দীর্ঘ ৩ মাস ২১ দিন পর আমরা তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরে পাই। তিনি আরো বলেন গত সপ্তাহের কোন একদিন অজ্ঞাতনামা এক ব্যক্তি হাফেজ আশরাফুলকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমার ছেলেকে ফিরে পেয়েছি। তিনি আরো বলেন বিস্তারিত পরে জানানো হবে।