
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গমচরে
ফরিদপুর ৪ আসন (চরভদ্রাসন, সদরপুর, ভাঙ্গা) ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী প্রচারণা। শুক্রবার ২৫শে জুলাই বিকেল ৪ঃ০০ ঘটিকার সময় হরিরামপুর ইউনিয়নে মধ্যে চর-সালেপুর মাসুদ খোর হাটের পার্শ্বে খোলা মাঠে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকের আয়োজন করেন
ফরিদপুর ইয়াসিন কলেজের সাবেক ভিপি আছাদ খান, ফরিদপুর ৪ আসনে ধানের শীষের, সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম বাবুলের এ উঠান বৈঠকে শত শত লোকের সমাগম হয়।
“এ সময় শহিদুল ইসলাম বাবুল তিনি খেটে খাওয়া গরীব দুঃখী অসহায় মেহনতি মানুষের, পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন, তিনি আরো বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী গ্রামগঞ্জ থেকে উঠে আসা একজন ছেলে,
ছাত্র জীবন থেকে জিয়াউর রহমানের আদর্শকে ভালবাসতাম, দীর্ঘ ৩৮ বছর এই আদর্শের পিছনে আমি লড়াই সংগ্রাম করেছি। বিগত ১৭ বছর বিশেষ করে দূরবিশ্য অবস্থার মধ্যে জীবন গেছে।
আমার অনেক বন্ধুবান্ধব, ছোট ভাই, বড় ভাই,
এই হাসিনার আমলে তাদেরকে গুম খুন করা হয়েছে, তার মধ্যে থেকে অনেকে আর ফিরে আসে নাই, আবার অনেকে আছে গর্ভের সন্তান রেখে চলে গেছে, আমার এক ছোট ভাইকে ১৭ টা গুলি করা হয়েছে, একজন মানুষকে হত্যা করতে কতগুলি করা লাগে, কিন্তু হাসিনাকে এক চুল ছাইড়া কথা বলি নাই, কেননা জিয়াউর রহমানের- কাছ থেকে যে আদর্শ আমরা শিখেছি তাতে কোন ভয়ডর নাই।এর জন্য ১২৮ টা মামলা খেয়েছি বারবার জেলে গেছি রক্ত ঝরাইছি তবুও হাসিনার সাথে আপোষ করি নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন”পি পালানোর দল না, আমরা পালানোর দল করি না।
উক্ত সভার সভাপতিত্ব করেন আঃ- রাজ্জাক খান
সভাটি সঞ্চালনা করেন, গোলাম মোস্তফা,
“সভায় উপস্থিত ছিলেন, শাহরিয়ার ইসলাম শিথিল সেক্রেটারি ফরিদপুর মহানগর সেচ্ছাসেবক দল, মিজানুর রহমান মিন্টু, রাকিবুল ইসলাম, (সজীব ঘোষ, মুন্সির জহুরুল হক, যুগ্ন আহবায়ক ফরিদপুর জেলা কৃষক দল) চরভদ্রাসন উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র প্রস্তুত কমিটির সদস্য – আমিনুল হক (বাচ্চু), জাহাঙ্গীর বেপারী, “রিশাদ বেগ, মোস্তফা কবির, (জাহাঙ্গীর কবির বেপারী চেয়ারম্যান চর হরিরামপুর ইউনিয়ন)। আব্দুল গাফফার, শাহজাহান শিকদার, মনজুরুল হক মৃধা, চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জন- এ- আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্লা প্রমূখ।