
সীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের হাতে মার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
তথ্য মতে জানা যায়, সন্ধ্যায় খাবার সময় কথা কাটাকাটির জেরে রাগের বশে তার মাকে আঘাত করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে গ্রেপ্তার ইউনুস মন্ডল। ছেলে ইউনুস পিটিয়ে গুরুতরভাবে আঘাত করেন ফলে ওই ব্যক্তির সাথে সাথে মৃত্যু হয়। ঘটনাটি এলাকার লোকজন শুনতে পারলে যুবক পলাতক থাকেন। পরে যুবক নিজেই আত্মসমর্পণ করে পুলিশের নিকট।
নিহত ব্যক্তি হলেন, মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান দক্ষিণ পাড়া গ্রামের স্বামী মৃত সিরাজ উদ্দিন এর স্ত্রী ফুলমালা বেগম (৫৫)।
এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উক্ত ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়। এই ঘটনায় জড়িত ছেলেকে গ্রেফতার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।