
দৈনিক আজকের বাংলা ডেস্ক,
সারের দাম নিয়ে নয়ছয়কারীরা বাদ, ডিলারশিপে নতুন নীতিমালা আসছে: কৃষি উপদেষ্টা
সারের দাম নিয়ে নয়ছয় এবং ডিলার লাইসেন্স জটিলতার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুনভাবে ডিলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “মালয়েশিয়ায় সারের দাম বেড়ে গেছে। সরকার বিকল্প উৎস থেকে সার আমদানির চেষ্টা করছে। তবে আগামী নভেম্বর পর্যন্ত পর্যাপ্ত সার মজুত রয়েছে।”
তিনি আরও বলেন, “কৃষকদের স্বার্থে সারের দাম নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে, সে জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।”
আলুর দরপতন প্রসঙ্গে কৃষি উপদেষ্টা জানান, এ বছর আলুর ন্যায্য মূল্য পাননি কৃষকরা। এই সমস্যা থেকে উত্তরণে সারাদেশে ১০০টি কোল্ড স্টোরেজ চালুর পরিকল্পনা রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।