
মোঃ ফারুক মিয়া, সিলেট
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৪-২০১৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “সিলেট জেলায় অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি’-এর শুভ উদ্বোধন করা হয় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রীষ্মের পড়ন্ত বিকেলে অসীম আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে “সিলেট জেলায় অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন করেন সিলেট জেলার জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের সহকারী কমিশনার রেজা ই রাব্বি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোল্ডেনবয় খ্যাত খেলোয়াড় বাফুফে’র ‘এ’ লাইসেন্সপ্রাপ্ত কোচ ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, জাতীয় ফুটবল কোচ জাহান ই আলম নূরী রাহেল, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু ও কার্যনির্বাহী সদস্য, বাফুফে এএফসি লাইসেন্স প্রাপ্ত কোচ আজিজুর রহমান মিটন, বাফুফে এএফসি লাইসেন্সপ্রাপ্ত কোচ মোঃ কামরুল হাসান, মোঃ খালেদ আহমদ, সালাহউদ্দিন রাজু, রিপন আহমেদ ও সোহেল আহমদ প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির বাছাই কার্যক্রমে সিলেট জেলার ১৩টি উপজেলার অনূর্ধ্ব-১৫ বৎসর বয়সের প্রায় দুই শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।