
শওকত আলম, কক্সবাজার
কক্সবাজার, ১৭ এপ্রিল সকালে সৈকত পাড়া বাজার এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে একাধিক দোকান উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ -কউক- অভিযোগ ব্যাবসায়ীদের।
কোনো ধরনের পূর্ব নোটিশ বা সময় না দিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা তাদের জীবিকা বিপন্ন করছে।
উচ্ছেদকৃত এক দোকানদার বলেন, “আমরা বছরের পর বছর ধরে এখানে ব্যবসা করছি। হঠাৎ এসে বিনা নোটিশে সব কিছু গুঁড়িয়ে দেওয়া হলো। আমরা এখন যাব কোথায়?
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ দখলদারিত্ব ও পরিবেশ সংরক্ষণে এই অভিযান চালানো হয়েছে। তবে এই বিষয়ে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়েছিল কিনা, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ মনে করছেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই অভিযান প্রয়োজন ছিল, আবার অনেকেই বলছেন, বিকল্প ব্যবস্থা ও আগাম সতর্কতা ছাড়া এমন অভিযান অমানবিক।