
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ ঢাকা-২ এর একজন প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে সংবাদপত্রে ব্যক্তিগত অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর, সংশ্লিষ্ট ব্যক্তি নিজে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না জানিয়ে, উল্টো বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহার করে তার পক্ষে মানববন্ধন করিয়েছেন। যা চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং চরম শৃঙ্খলাভঙ্গের উদাহরণ।
ঈদ সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ -ঢাকা-২- অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করে। তাদের সর্বদা রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকতে হয়। অথচ, দায়িত্ব পালন বাদ রেখে কর্মচারীদের মানববন্ধনে অংশগ্রহণ রেলওয়ের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করেছে এবং এর সুনামকে প্রশ্নবিদ্ধ করেছে। এমন দায়িত্বহীন আচরণ রেলওয়ের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছে। এ বিষয়ে বিভাগীয় প্রকৌশলী ২ ঢাকা জনাব হাসান হাবিব এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ” আমার নামে একটি ভুয়া সংবাদ প্রকাশিত হয়েছে। এজন্য আমার অধীনস্থ কর্মকর্তারা এ ধরনের মানববন্ধন করে থাকতে পারেন”।
বাংলাদেশ রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে প্রতিটি জেলায় সংস্থাটির কার্যক্রম রয়েছে। প্রশ্ন ওঠে, এসব কর্মকর্তা-কর্মচারীরা কি রেলওয়ের প্রতি দায়বদ্ধ, নাকি ব্যক্তির স্বার্থ রক্ষাই তাদের প্রধান কাজ? এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় সংশ্লিষ্ট সকলকে জবাবদিহির আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংস্থাটির প্রধান প্রকৌশলী -পূর্ব- আবু জাফর মিয়া।