
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী প্রতিনিধি
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই স্লোগান নিয়ে হাটহাজারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার -১০ মার্চ- সকাল ১০ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, হিসাব রক্ষক কর্মকর্তা একরামুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা আক্তার, হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।