
আবু তালেব, লালপুর প্রতিনিধি
দৈনিক যুগান্তর এর রজতজয়ন্তী উৎসব উপলক্ষে লালপুরে গাছিয়া, কৃষক ও শ্রমিকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার -৮ ফেব্রুয়ারি- দিনব্যাপী লালপুর উপজেলা স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলার অমৃতপাড় মাঠে কেক কাটা, খেলা ধুলা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় দৈনিক যুগান্তরের লালপুর উপজেলা প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- এবি পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোক্তা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এএসএম মোকাররেবুর রহমান নাসিম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, সহ-সভাপতি ও লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোতালেব রায়হান, সহ-সভাপতি ও বাংলাদেশ বেলার সম্পাদক জামিরুল ইসলাম, মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, সবেক সাধারন সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, গাছিয়া আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, টুটুল আলী, কৃষক শহিদুল্লা, বুলেট, শ্রমিক কামরুল ইসলাম, এনটিভির লালপুর প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম রিদয়, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, প্রচার সম্পাদক শিমুল আলী, মাহাবুবুর রহমান, শরিফুল ইসলাম, নুহু উল্লা প্রমুখ। অনুষ্ঠানে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্ঠা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল, বর্তমান চেয়ারম্যান এ্যাড. সালমা ইসলাম ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে হাঁড়ি ভাঙ্গা, বালিশ খেলা, ক্রিকেট সহ বিভিন্ন খেলা ধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।