মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফকির হাট কাসিমুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে আজ শীত সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পঃ পঃ পরিদর্শক মনির আহাম্মদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মোঃ ফজলুল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা-মাহমুদ আব্দুল্লাহ আল নোমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ফারুক কোম্পানি- প্রাক্তন মেম্বার, বিশিষ্ট সমাজসেবক মোঃ বশির আহাম্মেদ মাষ্টার ও মাদ্রাসা পরিচালক মাওলানা রফিকুল ইসলাম-সকল সহকারী শিক্ষকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০০ শিক্ষার্থীর মাঝে শীত সামগ্রী বিতরণ কর্মসূচিটি বাস্তবায়ন করেন-উপজেলা প্রশাসন মনপুরা। উক্ত শীত সামগ্রী বিতরণ কর্মসূচি গুরুত্বের সহকারে বাস্তবায়ন করায় মনপুরা উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান- উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ-শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকগন।
উল্লেখ্য-মনপুরার প্রাণকেন্দ্র বৃহত্তম ফকির হাট এলাকায় প্রতিষ্ঠিত আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে গড়ে উঠেছেন অনেক প্রতিভাবান ইসলামিক স্কলার।