জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার এমএ লতিফ আর নেই। ৫ অক্টোবর মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে-ব্যারিস্টার এমএ লতিফের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আনহার মিয়া, সিরাজুল হক, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী, সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।