শওকত আলম- কক্সবাজার।।
কক্সবাজারের ঈদগাঁও থানার খোদাইবাড়ী এলাকা থেকে ৯৫ -পঁচানব্বই- বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১৫- ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল। এসময় একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারী হলেন- কক্সবাজার সদর মডেল থানার বড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদ ইসলাম এর ছেলে মোঃ ছুরুত আলম -৩৮-।
যাত্রী বেশে একজন মাদক কারবারী মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে চট্টগ্রাম হতে কক্সবাজারে একটি বাসযোগে আসছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার -০৩ জানুয়ারি- সকালে র্যাব-১৫ ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাসের একজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তার ব্যক্তিগত ব্যাগ বিধি মোতাবেক তল্লাশী করে ৯৫ -পঁচানব্বই- বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশসহ সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিভিন্ন মাধ্যম হতে মজুদ করে বিভিন্ন স্থানের মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করতো বলে জানায়। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজারে ঈদগাঁও থানায় এজাহার দাখিল করা হয়েছে।