চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি।।
চন্দনাইশে উপজেলার কাঞ্চননগর বাতুয়াপাড়া এলাকায় সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
গত ২০ ডিসেম্বর বিকেলে প্রতি পরিবারে ২ হাজার টাকা করে ২২ হাজার টাকা নগদ বিতরণ করা হয়। কর্ণেল অলির পক্ষে এ অর্থ বিতরণ করেন এলডিপি নেতা যথাক্রমে আবুল বশর কোম্পানী- আহমদ নুর কোম্পানী-
শহিদুল ইসলাম মেম্বার- নাজিম উদ্দীন- আবদুল আলীম মেম্বার- আবদুল হাকিম মেম্বার- রফিক আহমদ- লোকমান হাকিম প্রমুখ।