শওকত আলম- ককসবাজার।।
সেবার ব্রতে চাকরি শ্লোগানে অদ্য ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. কক্সবাজার জেলায় শতভাগ মেধা- যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল -টিআরসি- পদে নিয়োগ-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ।
কক্সবাজার জেলার সন্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুহাম্মদ রহমত উল্লাহ মহোদয় পুলিশ লাইন্স ড্রিলশেডে সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল -টিআরসি- পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত- মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ শাকিল আহমেদ- অতিরিক্ত পুলিশ সুপার- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত- ক্রাইম এন্ড অপস্- কক্সবাজার- জনাব মোঃ তফিকুল আলম- অতিরিক্ত পুলিশ সুপার- খাগড়াছড়ি সার্কেল- খাগড়াছড়ি জেলা- জনাব মোঃ জাহেদুল ইসলাম- পিপিএম-সেবা- অতিরিক্ত পুলিশ সুপার-কাপ্তাই সার্কেল- রাঙ্গামাটি জেলা সহ কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ ।
উল্লেখ্য যে- কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৬৭ টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় ৫১১ জন অংশগ্রহণ করে তন্মধ্যে ২২৪ জন উর্ত্তীন হয়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় ২২৪ জন অংশগ্রহণ করে প্রাথমিকভাবে ৬৭ জন নির্বাচিত করা হয় এবং ০৭ জনকে অপেক্ষামান রাখা হয়। পরিশেষে পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম- সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান ।
এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষনিক তাদের অনুভূতি ব্যক্ত করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় তারা আবেগ প্রবণ হয়ে পড়েন । তারা জানান মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত । নিজের যোগ্যতায় আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি । সবাই আমাদের জন্য দোয়া করবেন । আমরা আজ খুবই আনন্দিত ও কৃতজ্ঞ কক্সবাজার জেলা পুলিশের প্রতি ।