Dhaka , Thursday, 26 December 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ১শ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আটক-১।। আটককৃত যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর ফাঁকা গুলিবর্ষণ ৩০লক্ষাধিক টাকার মাল লুট।।  কোলে পিঠে করে মানুষ করা সেই ফারহানের হাতেই খুন হলো শারমীন।। টেরিবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন।। শৈরাচার সরকার নির্বাচনকে তামাশার বস্তুতে পরিণত করেছিলো -ডাঃ শফিকুর রহমান।। নীলফামারীর ডিমলায় আ.লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের আহ্বায়ক গ্রেপ্তার।। মারকায মাদ্রাসার জমি উদ্ধার ও বিশ্ব ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ।। নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে।। পাবনায় পেঁয়াজ খেত থেকে নছিমন চালকের মরদেহ উদ্ধার।। চকরিয়া থানার ওসির কাছ থেকে চাঁদা দাবি চাঁদাবাজ মুন্না গ্রেপ্তার।। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা।। চট্টগ্রামে থানার অনুষ্ঠানে অতিথি জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামী সর্বত্র তোলপাড়।। কক্সবাজার প্রেসক্লাবে মাহবুব সভাপতি সহ-সভাপতি কামাল হোসেন আজাদ বাহারি সম্পাদক।। জিয়ানগর উপজেলা জিয়ামঞ্চের কর্মীসভা অনুষ্ঠিত।। ঝিনাইগাতীতে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন।। নরসিংদীতে বড়দিন উৎসবমুখর পরিবেশে উদযাপন।। কুড়িগ্রামে জাঁকজমক পূর্ণ ভাবে খ্রীস্টধর্মালম্বীদের বড়দিন উৎসব পালন।। সিদ্ধিরগঞ্জে সৃষ্টি যুব সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।। পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্রী দুই সপ্তাহ পর উদ্ধার আসামি আটক -১।। পাইকগাছায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক-১।। রামগঞ্জে বিষপানে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা।।  রামগঞ্জে হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার।। লবণ চাষে উৎপাদন খরচ বেশি; লোকসানের শঙ্কায় চাষিরা।।  বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে আমেরিকা প্রবাসী বাংলাদেশী ডাক্তারের মৃত্যু।। সাবেক পুলিশ সদস্য শাহীন মোল্যা চলে গেলেন না ফেরার দেশে।। ১২ কেজি গাঁজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-১০।। মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের।। এতগুলো মানুষ জীবন দেয়নি শুধু নির্বাচনের জন্য- উপদেষ্টা আসিফ।। শেখ হাসিনা বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে- মোহাম্মদ শাহজাহান।। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া’র প্রজন্ম দল কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি প্রকাশ।।

মেহেরপুরে শীতের আগমনী বার্তায় কমছে সবজির দাম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:23:12 am, Wednesday, 27 November 2024
  • 20 বার পড়া হয়েছে

মেহেরপুরে শীতের আগমনী বার্তায় কমছে সবজির দাম।।

মাজিদ আল মামুন- মেহেরপুর।।
  
   
মেহেরপুরে কিছুটা শীতের আগমনী বার্তার সাথে সাথে কমতে শুরু করেছে সকল ধরনের সবজির মূল্য। তবে বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে শিম ও আলু। গত তিন সপ্তাহ পূর্বে এসব সবজি চওড়া মূল্যে বিক্রি হলেও এখন তা প্রতি কেজিতে কমেছে ২০- ৩০ টাকা। মেহেরপুরে শীতের ইমেজ ও কুয়াশা শুরু হওয়ার সাথে সাথে কমতে শুরু করে দাম। শীত বাড়ার সাথে সাথে আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় মেহেরপুর বড়বাজার তহবাজার-গাংনী-বামুন্দী-ভাটপাড়া-মাইলমারী-হিন্দা-হেমায়েতপুর, মড়কা- বাঁশবাড়ীয়া- জোড়পুকুরিয়া- কাঁঠালপোতা- সোনাপুর ও আমঝুপিসহ গ্রামাঞ্চলের সকল ধরনের হাট বাজারগুলোতে লক্ষ্য করা গেছে বেগুন-শিম-মুলা-টমেটো-শসা-উচ্চ্ছে-করলা ও ঢেঁড়সসহ সকল ধরনের সবজির মূল্য বেশ চওড়া থাকায় খালি হাতে বাসায় ফিরেছেন অনেক ক্রেতা। তবে বর্তমান বাজার মূল্যে স্বস্তি ফিরে পেয়েছেন ক্রেতাদের অনেকেই।
বুধবার -২৭ নভেম্বর- সকাল থেকে সন্ধা অবধি মেহেরপুরের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে-শিম ১০০ টাকা-আলু নতুন ১০০ টাকা- পুরাতন ৭৫-৮০ টাকা-বেগুন ৫০ টাকা- পটল ৪০ টাকা- মুলা ২৫-৩০ টাকা- কাঁচা মরিচ ৮০ টাকা-পিয়াজ ১২০ টাকা-রসুন ২৫০-৩০০ টাকা-মিষ্টি কুমড়া ৪০ টাকা-পেঁপে ৪০ টাকা- কাঁচা কলা ৪০-৫০ টাকা- লাউ ৪০ টাকা- ধুন্দল ৫০ টাকা- পুঁই শাক ২০ টাকা- করলা ৮০ টাকা- উচ্ছে ১২০ টাকা-ঢেঁড়স ৩০-৪০ টাকা-ফুলকপি ৪০-৫০ টাকা-শসা ৩০-৪০ টাকা- লাল শাক প্রতি আটি ১০ টাকা- পালং শাক প্রতি আটি ২০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকা দরে। 
এদিকে মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকা- সিলভার কার্প ২০০ টাকা- কাতলা ২৫০ টাকা-ভেটকি ১৭০ টাকা, গ্লাস কার্প ২২০ টাকা- পাঙ্গাস ১৪০ টাকা- ছোট ময়া মাছ ৩০০ টাকা, হাইব্রিড কৈ মাছ ১৫০-২০০ টাকা এবং পাকাল বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
হিন্দা বাজারের কয়েকজন মাছ বিক্রেতা জানান- আড়ৎ থেকে বেশি মূল্যে মাছ কিনে বাজারে বিক্রি না হওয়ায় তা লোকশানে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া মানুষের মাঝে অভাব-অনটন বিরাজ করায় মাছ কেনা থেকে বিরত রয়েছে সাধারণ ক্রেতারা। কোন কোন ব্যবসায়ী জানান, ১০ কেজি মাছ এনেও তা বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। প্রতি ১ ঘন্টায় ১ টি মাছ বিক্রি হচ্ছে।
হিজলবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান- শীতকালীন আলু ১০০ টাকা কেনা আমাদের সাধ্যের বাইরে। এ কোন দেশে বসবাস করছি যে প্রতি ৬ পিস -১ কেজি- আলু ১০০ টাকায় কিনতে হবে।
শিক্ষক তাহাজ উদ্দিন জানান- শীতকালীন সবজি আলু কেন ১০০ টাকায় কিনতে হবে। বিগত বছরগুলোতে নতুন আলু ৮০ টাকা হলেও এবার তা ১০০-১২০ টাকায় কিনতে হচ্ছে। বাজার তদারকি জরুরি বলে তিনি মনে করেন।
এদিকে সবজি বিক্রেতা তেঁতুলবাড়ীয়া গ্রামের কৃষক জানান- বেশি মূল্যে জমি কনট্যাক্ট নিয়ে সবজি চাষ করে বিপাকে পড়েছি। সবজি বিক্রি করে আসল টাকা ওঠানোই সম্ভব না। 
অপরদিকে বাজার মূল্য ও কৃষকের প্রাপ্য মূল্যে বিশাল ফারাক রয়েছে বলে জানান- হাড়াভাঙ্গা গ্রামের ইউসুফ আলীসহ হিন্দা, করমদী ও সহড়াতলা গ্রামের কয়েকজন কৃষক।
তিনারা জানান- কিছুদিন পূর্বে সবজির মূল্য আশানুরূপ পেলেও শীতের আগমনী বার্তা আসার সাথে সাথে সবজির মূল্য কমে যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বিক্রেতারা সবজি উৎপাদনকারীর কাছ থেকে কম মূল্যে সবজি ক্রয় করে তা বাজারে অধিক মুনাফাতে বিক্রি করছেন। এতে করে সবজি উৎপাদনকারী ও ভোক্তা দু’জনেই বিপাকে, সুবিধা নিচ্ছে মধ্যস্থ খুচরা ও পাইকারি বিক্রেতা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

পাইকগাছায় ১শ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আটক-১।।

মেহেরপুরে শীতের আগমনী বার্তায় কমছে সবজির দাম।।

আপডেট সময় : 11:23:12 am, Wednesday, 27 November 2024
মাজিদ আল মামুন- মেহেরপুর।।
  
   
মেহেরপুরে কিছুটা শীতের আগমনী বার্তার সাথে সাথে কমতে শুরু করেছে সকল ধরনের সবজির মূল্য। তবে বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে শিম ও আলু। গত তিন সপ্তাহ পূর্বে এসব সবজি চওড়া মূল্যে বিক্রি হলেও এখন তা প্রতি কেজিতে কমেছে ২০- ৩০ টাকা। মেহেরপুরে শীতের ইমেজ ও কুয়াশা শুরু হওয়ার সাথে সাথে কমতে শুরু করে দাম। শীত বাড়ার সাথে সাথে আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় মেহেরপুর বড়বাজার তহবাজার-গাংনী-বামুন্দী-ভাটপাড়া-মাইলমারী-হিন্দা-হেমায়েতপুর, মড়কা- বাঁশবাড়ীয়া- জোড়পুকুরিয়া- কাঁঠালপোতা- সোনাপুর ও আমঝুপিসহ গ্রামাঞ্চলের সকল ধরনের হাট বাজারগুলোতে লক্ষ্য করা গেছে বেগুন-শিম-মুলা-টমেটো-শসা-উচ্চ্ছে-করলা ও ঢেঁড়সসহ সকল ধরনের সবজির মূল্য বেশ চওড়া থাকায় খালি হাতে বাসায় ফিরেছেন অনেক ক্রেতা। তবে বর্তমান বাজার মূল্যে স্বস্তি ফিরে পেয়েছেন ক্রেতাদের অনেকেই।
বুধবার -২৭ নভেম্বর- সকাল থেকে সন্ধা অবধি মেহেরপুরের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে-শিম ১০০ টাকা-আলু নতুন ১০০ টাকা- পুরাতন ৭৫-৮০ টাকা-বেগুন ৫০ টাকা- পটল ৪০ টাকা- মুলা ২৫-৩০ টাকা- কাঁচা মরিচ ৮০ টাকা-পিয়াজ ১২০ টাকা-রসুন ২৫০-৩০০ টাকা-মিষ্টি কুমড়া ৪০ টাকা-পেঁপে ৪০ টাকা- কাঁচা কলা ৪০-৫০ টাকা- লাউ ৪০ টাকা- ধুন্দল ৫০ টাকা- পুঁই শাক ২০ টাকা- করলা ৮০ টাকা- উচ্ছে ১২০ টাকা-ঢেঁড়স ৩০-৪০ টাকা-ফুলকপি ৪০-৫০ টাকা-শসা ৩০-৪০ টাকা- লাল শাক প্রতি আটি ১০ টাকা- পালং শাক প্রতি আটি ২০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকা দরে। 
এদিকে মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকা- সিলভার কার্প ২০০ টাকা- কাতলা ২৫০ টাকা-ভেটকি ১৭০ টাকা, গ্লাস কার্প ২২০ টাকা- পাঙ্গাস ১৪০ টাকা- ছোট ময়া মাছ ৩০০ টাকা, হাইব্রিড কৈ মাছ ১৫০-২০০ টাকা এবং পাকাল বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
হিন্দা বাজারের কয়েকজন মাছ বিক্রেতা জানান- আড়ৎ থেকে বেশি মূল্যে মাছ কিনে বাজারে বিক্রি না হওয়ায় তা লোকশানে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া মানুষের মাঝে অভাব-অনটন বিরাজ করায় মাছ কেনা থেকে বিরত রয়েছে সাধারণ ক্রেতারা। কোন কোন ব্যবসায়ী জানান, ১০ কেজি মাছ এনেও তা বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। প্রতি ১ ঘন্টায় ১ টি মাছ বিক্রি হচ্ছে।
হিজলবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান- শীতকালীন আলু ১০০ টাকা কেনা আমাদের সাধ্যের বাইরে। এ কোন দেশে বসবাস করছি যে প্রতি ৬ পিস -১ কেজি- আলু ১০০ টাকায় কিনতে হবে।
শিক্ষক তাহাজ উদ্দিন জানান- শীতকালীন সবজি আলু কেন ১০০ টাকায় কিনতে হবে। বিগত বছরগুলোতে নতুন আলু ৮০ টাকা হলেও এবার তা ১০০-১২০ টাকায় কিনতে হচ্ছে। বাজার তদারকি জরুরি বলে তিনি মনে করেন।
এদিকে সবজি বিক্রেতা তেঁতুলবাড়ীয়া গ্রামের কৃষক জানান- বেশি মূল্যে জমি কনট্যাক্ট নিয়ে সবজি চাষ করে বিপাকে পড়েছি। সবজি বিক্রি করে আসল টাকা ওঠানোই সম্ভব না। 
অপরদিকে বাজার মূল্য ও কৃষকের প্রাপ্য মূল্যে বিশাল ফারাক রয়েছে বলে জানান- হাড়াভাঙ্গা গ্রামের ইউসুফ আলীসহ হিন্দা, করমদী ও সহড়াতলা গ্রামের কয়েকজন কৃষক।
তিনারা জানান- কিছুদিন পূর্বে সবজির মূল্য আশানুরূপ পেলেও শীতের আগমনী বার্তা আসার সাথে সাথে সবজির মূল্য কমে যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বিক্রেতারা সবজি উৎপাদনকারীর কাছ থেকে কম মূল্যে সবজি ক্রয় করে তা বাজারে অধিক মুনাফাতে বিক্রি করছেন। এতে করে সবজি উৎপাদনকারী ও ভোক্তা দু’জনেই বিপাকে, সুবিধা নিচ্ছে মধ্যস্থ খুচরা ও পাইকারি বিক্রেতা।