
সিলেট প্রতিনিধি।।
সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
রোববার -৩ অক্টোবর- কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. জিয়াউল হকের নেতৃত্বে থানা প্রাঙ্গণ থেকে এই মোটরসাইকেল মহড়া বের করা হয়। মহড়ায় থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. জিয়াউল হক জানান, পুলিশ জনগণের বন্ধু। থানা এলাকার আইনশঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত আছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই মহড়া আমাদের থানা এলাকায় দিয়েছি।