মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের-বিজিএমইএ- সম্মিলিত পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
২০০৩ সালে তিনি বিজিএমইএ’র সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের কো-চেয়ারম্যান আবুল কালাম। গত ৭অক্টোবর সোমবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় বিজিএমইএর সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদওয়ান আহম্মেদ এ ঘোষণা দেন।
বীর মুক্তিযোদ্ধা কাজী মনিজ্জামানের বাড়ি রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী গ্রামে। তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত হয়ে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করেছেন।