অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
সারাদেশে স্কুল – কলেজ বুধবার ৯ অক্টোবর থেকে ১৯ শে অক্টোবর পর্যন্ত ১১ দিনে বন্ধ থাকবে। ৯ অক্টোবর বুধবার শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী শুরু – ফাতেহা-ই – ইয়াজদাহম- ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমী- ১৭ অক্টোবর বৃহস্পতিবার শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটিসহ ৯ দিন স্কুল- কলেজ বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট থাকবে ১১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার থেকে এ তথ্য জানা যায়।
অপরদিকে দেশের সব সরকারি- আধা- সরকারি অফিস- স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তিন দিন ছুটি থাকবে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার শ্রী শ্রী লক্ষীপূজা ও প্রবারণা পূর্ণিমা- ১৮ অক্টোবর শুক্রবার ১৯ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি ।