মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রাম খাগড়াছড়ির মহাসড়কের হাটহাজারী পৌরসভার মীরেরখীল এলাকার আলমগীর কনভেনশন হলের সামনে বাইক- সিএনজির সাথে সংঘর্ষে হাফেজ ইরফান সাজ্জাদ-২৫- নামে এক বাইক আরোহী গুরতর আহত হয়েছে।
শনিবার-৫ অক্টোবর- সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
আহত সাজ্জাদের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের
চারিয়া মুরাদপুর। তিনি পেশায় রাজমিস্তির কাজ করে পরিবার চালাইতে হয়।বর্তামান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সাজিম নামে এক যুবক জানান, আহত সাজ্জাদ কে নিয়ে চমেক হাসপাতাল যাচ্ছেন তিনি। তবে বর্তমান তার পরিস্থিতি খুব ভালো না।