ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপিত হয়েছে।
-সোমবার- ৩০শে সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী- দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম- শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও ইন্দ্রিরা ঘোষ।
উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কমর্মকার- দেবহাটা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু সহ সাংবাদিকবৃন্দ- বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক, শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যের ভিতরে বলেন, বিভিন্ন পরিবারে কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেয়া হতো। তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি দায়িত্ব পালন করছে কন্যারা।