পাবনা প্রতিনিধি।।
র্যাব ১২- পাবনা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার -২১ সেপ্টেম্বর- দুপুরে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানী বাজারে অভিযান পরিচালনা করে।
এসময় মো: লিখন হোসেনের -২২- নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৯২ পিস ইয়াবাসহ তাকে আটক করে। লিখন আফড়া গ্রামের মোকছেদ মোল্লার ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাঁথিয়া থানায় হস্তান্তর করে র্যাব।