পাবনা প্রতিনিধি।।
পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার -২৭ আগস্ট- সকালে সরকারি বুলবুল কলেজের মাঠে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনের সৌজনে এর আয়োজন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ সরকার বুলবুল কলেজ সাবেক জিএস মমতাজ উদ্দিন খান -জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক আব্দুল গফুর- জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ২৪জন ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থিক সহায়তা করেন অতিথিবৃন্দরা।