অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মন্দির, বাড়ি ঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জায়গা – জমি দখল সহ সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর কালীবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে ডিসি অফিসের সামনের সড়ক দিয়ে শহর প্রদক্ষিণ করে। সনাতনী বিক্ষোভ মিছিলে বাপ্পি দে, মনিন্দ্র মন্ডলের নেতৃত্বে পরিচালিত হয়। বিভিন্ন উপজেলা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সংখ্যালঘু শিক্ষার্থীরা -জানায় বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে থেকে হিন্দু শিক্ষার্থীরাও অংশ গ্রহন করেছিল। তারপরও সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন- লুটপাট ও নির্যাতন করা হচ্ছে। দেশে বৈষম্য কোথায় রইল। আপনারা রাজপথে সংখ্যালঘু নির্ষাতনের প্রতিবাদে মিছিল করছেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ নিরব কেন।
বিক্ষোভ মিছিল থেকে দাবি করছেন সংখ্যালঘু মন্ত্রনালয় ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সহ চার দফা দাবি জানানো হয়। সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। সংখ্যালঘু ব্যবসায়ী ও জন সাধরনের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। সংখ্যালঘুদের ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটি, হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ,হিন্দু মহাজোটর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন।