তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কুমিল্লার তিতাস থানায় দুর্বৃত্তদের হামলার পর লুট হওয়া ৭টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রাষ্ট্রীয় মালামাল স্বেচ্ছায় জমা দেন তিতাস থানায় দায়িত্বরত সেনাবাহিনী ও আনসার ভিডিপির দায়িত্বরত সদস্যদের কাছে হস্তান্তর করেছেন লুন্ঠনকারী ও তাদের স্বজনরা।
এর আগে বুধবার লুট হওয়া রাষ্ট্রীয় মালমাল স্বেচ্ছায় ফিরত দিতে তিতাস উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়।তিতাস থানা পুলিশ দায়িত্ব পালনের জন্য থানায় না ফেরায় সেনা ও আনসার সদস্যরা গত বৃহস্পতিবার সকাল থেকে থানার নিরাপত্তায় অবস্থান নিয়ে অস্ত্র- গুলি ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করেন। তাঁরা অস্ত্র ও লুণ্ঠিত মালামাল ফেরত দেওয়ার জন্য উপজেলা বাসীকে আহবান জামান।স্বেচ্ছায় জমাকৃত অস্ত্রের মধ্যে ১ টি এলএমজি- ১ টি ৭.৬২ মিমি রাইফেল ও ৫ রাউন্ড গুলি এবং ৩টি শটগান ও ১০ রাউন্ড রাবার কার্তুজ ও ১০ রাউন্ড শীশার কার্তুজ- ১টি টিয়ার শেল গান- ১ রাউন্ড টিয়ারশেল- ১ টি পিস্তল ২০ রাউন্ড পিস্তলের গুলি- ২টি ম্যাগজিন- ১৪ টি রামদা ও ছুড়ি- ১টি হ্যান্ডকাপ- পুলিশের সেফটি গার্ড- ৫ টি অকেজো মোটর সাইকেল- ১টি পিক আপ- ২ টি পাম্প- বিভিন্ন আসবাবপত্র- ২টি ল্যাপটপ- ১টি টিভি- ১টি ফটোকপিয়ার- প্রিন্টার- ফ্যাক্স মেশিন- স্ক্যানারসহ নানান মালামাল।এ বিষয়ে তিতাস উপজেলা আনসার ভিডিপি দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন- ঠিক কতোটি আগ্নেয়াস্ত্র লুন্ঠিত হয়েছে তা আমার জানা নেই তবে জনগণের সহায়তায় আমরা ৭টি আগ্নেয়াস্ত্রসহ মালামালগুলো উদ্ধার করা হয়েছে।বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান আছে। লুট হওয়া আরও মালামাল উদ্ধারে তিতাসের সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করছি।