কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত।
হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় হিলি চারমাথা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন।
পতাকা উত্তোলনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে দলীয় কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিটি হিলি স্থলবন্দর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর উর রশিদ হারুন- পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল- সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম তৌহিদ- পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম- পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার সহ ইউনিয়নের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন।