দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
পরীমনিকে বুধবার রাতে নিজেদের হেফাজতে নেয় র্যাব
বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী পরীমনিকে বুধবার ঢাকায় আটক করার পর র্যাব বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিম্যান্ডে নিয়েছে।
পুলিশের এলিট ফোর্স র্যাব বলছে, বাংলাদেশে সুপরিচিত অভিনেত্রী পরীমনি আগে থেকেই অ্যালকোহলে আসক্ত ছিলেন এবং নিজ বাসায় তিনি ‘মিনি বার’ তৈরি করেছিলেন।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, “২০১৬ সাল থেকেই পরীমনি অ্যালকোহলে আসক্ত। তার কাছ থেকে একটি মেয়াদোত্তীর্ণ মাদক লাইসেন্স পাওয়া গেছে”।
যদিও সম্প্রতি ঢাকার বোট ক্লাবে মধ্যরাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের পর পরীমনি পুলিশের উপস্থিতিতেই গণমাধ্যমকে বলেছিলেন যে মদ্যপানের অভ্যাস তার নেই এবং বোট ক্লাবে জোর করে তার গলায় মদ ঢেলে দেয়া হয়েছিলো।
যদিও তাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে র্যাব এখন বলছে, পরীমনি আগে থেকেই অ্যালকোহলে আসক্ত এবং তার বাসা থেকে ১২০টি আগের ব্যবহার করা বোতল ও ১৯টি বিদেশি মদের বোতল তারা উদ্ধার করেছে।
বুধবার বাসায় সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অভিযানের পর রাত সোয়া আটটার দিকে পরীমনিকে গাড়ীতে করে নিজেদের হেফাজতে নিয়ে যায় র্যাব।
রাতেই ঢাকার সিনেমার একজন প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকেও আটক করে।
এছাড়া আরও দুজন পুরুষকে আটকের কথা জানিয়েছে র্যাব। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোন তথ্য তারা দেয়নি।