Dhaka , Sunday, 8 September 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে শেখ হাসিনা ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা।। রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা- শিশু সন্তানকে কুপিয়ে যখম।। বিলমাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে মাসুদ সভাপতি মোমিন সম্পাদক  নির্বাচিত।। নোয়াখালীর কবিরহাটে ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত।। বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলাম চিরকুট লিখে স্কুল শিক্ষকের আত্মহত্যা।। গাজী লাশের রাজনীতি করেছে আমরা উন্নয়নের রাজনীতি করবো- দিপু ভুঁইয়া।। হোমনায়  চাঞ্চল্যকর ৩ খুনের আসামী আক্তার  আটক।। সিলেট এমএজি ওসমানী  হাসপাতালে সিনিয়র নার্সিং অফিসার নজরুল ইসলাম বাবুলের বিদায় সংবর্ধনা।। বামনডাঙ্গা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নিয়ে অবরোধ।। বিতর্ক সৃষ্টি হয় এরূপ কোন কর্মে হাত দেওয়া হবে না- ধর্ম উপদেষ্টা।। সকল গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে- এরশাদ উল্লাহ।। বরিশালে শুরু হয়েছে অসমাপ্ত সড়ক ব্রীজের কাজ- মান নিয়ে সন্তুষ্টি এলাকাবাসীর।। ঠাকুরগাঁওয়ে কৃষকদলের বর্ধিত সভা- তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি।। চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী দিয়ে তুলে নিয়ে অপহরণের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।। রূপগঞ্জে মাদক- সস্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির সভা- বিক্ষোভ।। রাজাপুরে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।। গণধিকার পরিষদের আলোচনা সভা ও আনন্দ মিছিল।। রামগঞ্জ শাহ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উপহার সামগ্রী বিতরণ।। ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা- আহত-৪।। ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা।। দূর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের প্রতিবাদ।। রূপগঞ্জে গাজী টায়ারে ফের আগুন দিয়ে লুটপাট দুর্বৃত্তদের।। রূপগঞ্জে বিএনপির এক পক্ষের সমাবেশকে পন্ড করতে আরেক পক্ষের লোকজনের হামলা- ৮ জনকে কুপিয়ে জখম।। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আওয়ামী লীগ ও দুর্নীতিবাজ মুক্ত করতে হবে।। মাদকমুক্ত বাংলাদেশ  চাই।। রামগঞ্জে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু।। লক্ষ্মীপুরে বন্যায় প্রাথমিকের  ৫১৭টি সহ ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত।। রূপগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত।। দাফনের ৩০ দিন পর তোলা হল আজাদ সরকারের লাশ।। তিতাসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ।।

রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে নিরব চাঁদাবাজি অসহায় চালকরা।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:27 am, Sunday, 24 March 2024
  • 79 বার পড়া হয়েছে

রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে নিরব চাঁদাবাজি অসহায় চালকরা।। 

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে। এতে অতিষ্ট পরিবহন মালিক শ্রমিকরা। ড্রাইভারকে মারধর ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। এ চাঁদা আদায়ের সাথে জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলীয় নেতারা  জড়িত থাকায় মুখ খোলার সাহস পাচ্ছে না কেউ। পৌরসভা মেয়র কয়েকজন ইজারাদারকে কারন দর্শানো নোটিশ প্রদান ও মাইকিং করেন। থানায় মামলা হয়েছে,পুলিশ ১জনকে গ্রেফতার করেন।  তবুও চাঁদা আদায় বন্ধ হচ্ছে না। রমজান উপলক্ষে চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজরা চাঁদা নেওয়ার পর পৌরসভার নামে একটি রশিদ ধরিয়ে দিচ্ছে যেখানে দিন,তারিখ,মাস কিছুই নাই আবার কারও দস্তখত নেই, এ সব ভূয়া রশিদ দিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
পৌরসভা অফিস, স্থানীয় মালিক ও শ্রমিকের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, রামগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ১ হাজার ৫শত, যাত্রীবাহী বাস ১৫০টি, মালবাহী ট্রাক,পি-আপ ও কভারভ্যান  সংখ্যা ২শতাধিক, মাইক্রোবাস ও প্রাইভেট কার সংখ্যা ২শতটি রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী পৌর টোল সিএনজি চালিত অটোরিকশা থেকে ১০, মালবাহী ট্রাক, পিক-আপ ভ্যান ও কভারভ্যান থেকে ৩০ ও বাস থেকে ২০ টাকা, মাইক্রোবাস ১০ টাকা। অথচ এসব পরিবহন থেকে ইজাদারদের পোষ্য একদল সক্রিয় চাঁদাবাজ পৌরসভার লোগো সম্বলিত রশিদ,টোকেন ব্যবহার করে দৈনিক সিএনজি চালিত অটোরিকশা থেকে দৈনিক ৩০টাকা, যাত্রীবাহী বাস থেকে দৈনিক ১১০ থেকে ২১০ টাকা, মালবাহী ট্রাক, পিক-আপ ভ্যান ও কভারভ্যান থেকে পৌর সভার টোল ২শত থেকে ৩শত টাকা, মাইক্রোবাস ও প্রাইভেট কার থেকে মাসিক ৫শত টাকা করে চাঁদা আদায় করে আসছে। এভাবে বছরে অতিরিক্ত ৩ কোটি টাকার বেশী চাঁদা আদায় করছেন তারা। চলতি বছরে ২৬ ফেব্রুয়ারি রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সামনের সড়কে চাঁদা আদায়কালে একজন ড্রাইভার অতিরিক্তি চাঁদা দিতে না চাইলে রামগঞ্জ বাজার ইজারাদার সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইরান পাটোয়ারীর পোষ্য চাঁদা আদায়কারিরা । এর আগে মেয়র রামগঞ্জ বাজার ইজারাদার ইরান পাটোয়ারি, সোনাপুর বাজার ইজারাদার ও সোনার বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারন সম্পাদক জুয়েল রানা ও সোনাপুর ওয়াপদা মোড় ইজারাদার কামরুল হাসান রিপনকে অতিরিক্তি চাঁদা আদায় বিষয় কারন দর্শানো নোটিশ করেন। একই তারিখে বাজার ও পরিবহন ষ্ট্যান্ড এলাকায় মাইকিং  করে কোন ইজারাদার নিয়ম বর্হিভুত অতিরিক্তি চাঁদা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে সর্তক করে । 
চলতি ১৪৩০ বাংলা সনের ইজারাদাররা হল, রামগঞ্জ বাজার(মালবাহী,ট্রাক,পিকআপ,কভারভ্যান,কন্টেইনার-সাবেক উপজেলা যুবলীগের সাধান সম্পাদক ইরান পাটোয়ারী, বালুয়া চৌহমনী বাজার  সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, সোনাপুর বাজার জুয়েল রানা, বাসষ্ট্যান্ড -জননী,আল বারাকা, হিমালয় ও স্বাধীন বাংলা পরিবহন-রাশেদ হোসেন, আল-আরাফা পরিবহন জিসান আহম্মদ, লক্ষ্মীপুর সিএনজি ষ্ট্যান্ড মিল্লাদ হোসেন, খাদ্য গুদাম ও হাজীগঞ্জ সিএনজি ষ্ট্যান্ড জহির আলম, রেজিষ্টার অফিস সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ড জসিম উদ্দিন, পানিয়ালা সড়ক সিএনজি ষ্ট্যান্ড মেহেদী হাসান, মোরগ বাজার কামরুল হাসান।
শনিবার বাবুল, ফারুকসহ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা  ড্রাইভার জানান, এখনো প্রতিদিন তাদের কাছ থেকে ৩০টাকা করে পৌরসভার টোল নেওয়া হয়। 
বাস ষ্ট্যান্ডের জননী পরিবহন সার্ভিস অফিসের হেড ক্লার্ক পলক মোবাইলে জানান, তারা প্রতি গাড়ী থেকে দৈনিক ১১০টাকা নেন। এ টাকা থেকে পৌরসভার টোল ২৫ ও মসজিদে ১০টাকা দিয়ে,বাকী টাকা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ  এবং উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছুর সাথে সমন্বয় করে অফিস কর্মচারির বেতন দেন। 
রামগঞ্জ বাজার ইজারাদার ইরান পাটোয়ারী মোবাইলে জানান, পৌরসভার মেয়রের সাথে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। এ সব লেখালেখির দরকার নেই। 
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মোহাম্মদ সোলাইমান জানান, পৌরসভার বাজার পরিদর্শক আবদুর রহিম বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা করে। মামলার একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রের করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, অতিরিক্ত টোল আদায়ে অভিযোগ পেয়ে,  ইজারাদারদেরকে নোটিশ প্রদান ও মাইকিং করিয়ে সর্তক করে দিয়েছি। একজন ইজারাদারের তিনজন  চাঁদা আদায়ীকারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইনানুগভাবে তার ইজারা বাতিল করা হয়েছে। তারপরও কোন ইজারাদার নিয়মের বাহিরে অতিরিক্তি চাঁদা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

কালিয়াকৈরে শেখ হাসিনা ওবায়দুল কাদের ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা।।

রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে নিরব চাঁদাবাজি অসহায় চালকরা।। 

আপডেট সময় : 09:07:27 am, Sunday, 24 March 2024
মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে। এতে অতিষ্ট পরিবহন মালিক শ্রমিকরা। ড্রাইভারকে মারধর ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। এ চাঁদা আদায়ের সাথে জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলীয় নেতারা  জড়িত থাকায় মুখ খোলার সাহস পাচ্ছে না কেউ। পৌরসভা মেয়র কয়েকজন ইজারাদারকে কারন দর্শানো নোটিশ প্রদান ও মাইকিং করেন। থানায় মামলা হয়েছে,পুলিশ ১জনকে গ্রেফতার করেন।  তবুও চাঁদা আদায় বন্ধ হচ্ছে না। রমজান উপলক্ষে চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজরা চাঁদা নেওয়ার পর পৌরসভার নামে একটি রশিদ ধরিয়ে দিচ্ছে যেখানে দিন,তারিখ,মাস কিছুই নাই আবার কারও দস্তখত নেই, এ সব ভূয়া রশিদ দিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
পৌরসভা অফিস, স্থানীয় মালিক ও শ্রমিকের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, রামগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ১ হাজার ৫শত, যাত্রীবাহী বাস ১৫০টি, মালবাহী ট্রাক,পি-আপ ও কভারভ্যান  সংখ্যা ২শতাধিক, মাইক্রোবাস ও প্রাইভেট কার সংখ্যা ২শতটি রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী পৌর টোল সিএনজি চালিত অটোরিকশা থেকে ১০, মালবাহী ট্রাক, পিক-আপ ভ্যান ও কভারভ্যান থেকে ৩০ ও বাস থেকে ২০ টাকা, মাইক্রোবাস ১০ টাকা। অথচ এসব পরিবহন থেকে ইজাদারদের পোষ্য একদল সক্রিয় চাঁদাবাজ পৌরসভার লোগো সম্বলিত রশিদ,টোকেন ব্যবহার করে দৈনিক সিএনজি চালিত অটোরিকশা থেকে দৈনিক ৩০টাকা, যাত্রীবাহী বাস থেকে দৈনিক ১১০ থেকে ২১০ টাকা, মালবাহী ট্রাক, পিক-আপ ভ্যান ও কভারভ্যান থেকে পৌর সভার টোল ২শত থেকে ৩শত টাকা, মাইক্রোবাস ও প্রাইভেট কার থেকে মাসিক ৫শত টাকা করে চাঁদা আদায় করে আসছে। এভাবে বছরে অতিরিক্ত ৩ কোটি টাকার বেশী চাঁদা আদায় করছেন তারা। চলতি বছরে ২৬ ফেব্রুয়ারি রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সামনের সড়কে চাঁদা আদায়কালে একজন ড্রাইভার অতিরিক্তি চাঁদা দিতে না চাইলে রামগঞ্জ বাজার ইজারাদার সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইরান পাটোয়ারীর পোষ্য চাঁদা আদায়কারিরা । এর আগে মেয়র রামগঞ্জ বাজার ইজারাদার ইরান পাটোয়ারি, সোনাপুর বাজার ইজারাদার ও সোনার বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারন সম্পাদক জুয়েল রানা ও সোনাপুর ওয়াপদা মোড় ইজারাদার কামরুল হাসান রিপনকে অতিরিক্তি চাঁদা আদায় বিষয় কারন দর্শানো নোটিশ করেন। একই তারিখে বাজার ও পরিবহন ষ্ট্যান্ড এলাকায় মাইকিং  করে কোন ইজারাদার নিয়ম বর্হিভুত অতিরিক্তি চাঁদা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে সর্তক করে । 
চলতি ১৪৩০ বাংলা সনের ইজারাদাররা হল, রামগঞ্জ বাজার(মালবাহী,ট্রাক,পিকআপ,কভারভ্যান,কন্টেইনার-সাবেক উপজেলা যুবলীগের সাধান সম্পাদক ইরান পাটোয়ারী, বালুয়া চৌহমনী বাজার  সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, সোনাপুর বাজার জুয়েল রানা, বাসষ্ট্যান্ড -জননী,আল বারাকা, হিমালয় ও স্বাধীন বাংলা পরিবহন-রাশেদ হোসেন, আল-আরাফা পরিবহন জিসান আহম্মদ, লক্ষ্মীপুর সিএনজি ষ্ট্যান্ড মিল্লাদ হোসেন, খাদ্য গুদাম ও হাজীগঞ্জ সিএনজি ষ্ট্যান্ড জহির আলম, রেজিষ্টার অফিস সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ড জসিম উদ্দিন, পানিয়ালা সড়ক সিএনজি ষ্ট্যান্ড মেহেদী হাসান, মোরগ বাজার কামরুল হাসান।
শনিবার বাবুল, ফারুকসহ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা  ড্রাইভার জানান, এখনো প্রতিদিন তাদের কাছ থেকে ৩০টাকা করে পৌরসভার টোল নেওয়া হয়। 
বাস ষ্ট্যান্ডের জননী পরিবহন সার্ভিস অফিসের হেড ক্লার্ক পলক মোবাইলে জানান, তারা প্রতি গাড়ী থেকে দৈনিক ১১০টাকা নেন। এ টাকা থেকে পৌরসভার টোল ২৫ ও মসজিদে ১০টাকা দিয়ে,বাকী টাকা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ  এবং উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছুর সাথে সমন্বয় করে অফিস কর্মচারির বেতন দেন। 
রামগঞ্জ বাজার ইজারাদার ইরান পাটোয়ারী মোবাইলে জানান, পৌরসভার মেয়রের সাথে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। এ সব লেখালেখির দরকার নেই। 
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মোহাম্মদ সোলাইমান জানান, পৌরসভার বাজার পরিদর্শক আবদুর রহিম বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা করে। মামলার একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রের করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, অতিরিক্ত টোল আদায়ে অভিযোগ পেয়ে,  ইজারাদারদেরকে নোটিশ প্রদান ও মাইকিং করিয়ে সর্তক করে দিয়েছি। একজন ইজারাদারের তিনজন  চাঁদা আদায়ীকারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইনানুগভাবে তার ইজারা বাতিল করা হয়েছে। তারপরও কোন ইজারাদার নিয়মের বাহিরে অতিরিক্তি চাঁদা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।