অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর শত বর্ষের ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে ২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও অএ বিদ্যালয়ের সভাপতির সভাপতিত্বে
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী আফরোজা আক্তার কান্তা, মিতু আক্তার, সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, অভিভাবক সদস্য মো. মাসুদ আলম, অভিভাবক সদস্য প্রদীপ রঞ্জন সাহা, অভিভাবক সদস্য লিটন চন্দ্র ভৌমিক,
শিক্ষক প্রতিনিধি মো. নজমুল শাহিন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মরিয়ম বেগম।
অনুষ্ঠান শেষে এস এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।