অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও অএ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কফিলউদ্দিন উদ্দিন ভূইয়া বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারু আশরাফ খান দিলীপ।
পুরষ্কার বিতরন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত, আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খান, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, আমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন ভূইয়া রিপন , মোক্তাদিন ডাইং এন্ড ফিনিশিং মিলস্ লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মো. মোতালিব হোসেন, পাঁচদোনা বাজার পরিচালনা পরিষদের আলহাজ্ব আমজাদ হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। বিশ্বের সাথে তাল রেখে নতুন কারিকুলামে ব্যবস্হা শুরু করেছেন। বিশ্বের কোন দেশ ছাএদের বিনামূল্যে বই দেয় না। একমাএ বাংলাদেশ প্রতিবছর জানুয়ারি ১ তারিখ বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়। এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন করেছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃওি প্রদান করছেন। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।
প্রধান অতিথি আনোয়ারুল আশরাফ খান দিলীপ ২০২৩ সালের বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশের ঋতু নিয়ে ডিসপ্লে প্রদর্শন করেন। ডিসপ্লে পরিচালনায় নির্দেশনা প্রদান করেন সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ অহিদুজ্জামান, সিনিয়র আনোয়ার হোসেন।
পুরষ্কার বিতরন অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শারমিন তানিন,শিক্ষক জাকির হোসাইন।