
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে লক্ষী পুজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষী পুজা উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করেন লক্ষী পুজা ধন সম্পদ, আধ্যাত্নিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী।
লক্ষী পুজা সনাতন ধর্মাবলম্বীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরিএধন মানুষের মহাধন। যার টাকা কড়াকড়ি নেই সে যেমন লক্ষীহীন। যার চরিত্রধন নেই সে তেমনি লক্ষীছাড়া।যারা সাধক তারা লক্ষীর আরধনা করেন মুক্তিধন লাভের জন্য। লক্ষীর বাহক পেঁচা। কেউ বলেন রাতে সবাই যখন ঘুমায়, তখন পেঁচা জেগে থাকে। পেঁচাই সেই ধনসম্পদ রক্ষা করে।
পলাশে দুর্গা পূজার চেয়ে লক্ষী পুজা জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপী লক্ষীপূজা পলাশে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার পলাশে দশমী পালন করা হবে।
পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা রানী শাখারী জানান, লক্ষী পূজা পলাশে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি লক্ষী দেবী ধনসম্পদের দেবী। আমরা প্রতি বছর পরম শ্রদ্ধার সাথে লক্ষী পুজা করে থাকি।
পলাশে প্রায় শতাধিক মন্দিরে লক্ষীপুজা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়াও প্রতিটি বাড়িতে লক্ষী পুজা করা হয়েছে। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে মন্দিরগুলো। মন্দিরে মন্দিরে বাজানো হচ্ছে ধর্মীয় গান।