
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপি ‘দুই দশক পূর্তি ও পুনর্মিলনী’অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় আয়োজনের ১ম দিনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে সংগঠনটির লোগো আঁকানো দেয়ালিকা উন্মোচনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। একইসাথে বিশ বছর পূর্তি উদযাপনে সেখানে ২০টি প্রদীপ জ্বালানো হয়।
এসময় সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ আলমগীর ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রাশেদুল আবেদীন। এছাড়া সংগঠনের প্রাক্তন সদস্য ফারহানা আক্তার, নুরুল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা এবং সাধারণ সম্পাদক গোলাম আজম শোভনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সাংগঠনিক আলোচনা পর্ব ও বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। এদিকে আয়োজনের দ্বিতীয় দিনে আগামীকাল সকাল ১০টায় টিএসসিসির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ‘দুই দশক পূর্তি ও পুনর্মিলনী’ অনুষ্ঠান।
সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাত বলেন, ‘আবৃত্তি আবৃত্তি বিশ বছর শেষ করে একুশে পদার্পন করেছে। এটা আমাদের গর্বের। সংগঠন এতো বছর সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজ করে আসছে। ভবিষ্যতেও আরো ভালো ভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার ইচ্ছা আমরা রাখি। এবং এই ২ দিন ব্যাপি আয়োজন আমাদের সফলতাকে প্রকাশ করার জন্য আরো সহায়তা করবে। প্রথম দিনের অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে। আগামী সকালে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন আছে। এবং সফলভাবে অনুষ্ঠান শেষ করার ইচ্ছা রাখছি।