
তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বন্দরামপুর আদর্শ একাডেমীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দরামপুর মুন্সী মার্কেটস্থ প্রতিষ্ঠান মাঠে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আব্দুল আলীম মোল্লা।আরও বক্তব্য রাখেন সভাপতি মো. শাহ আলম,সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সুজন মিয়া,সাবেক প্রধান শিক্ষক মো. রমজান হোসেন,সিনিয়র সহ-সভাপতি এম এ কাইয়ুম, সহ-সভাপতি মো. মাইনুদ্দিন মুন্সী, দৈনিক যুগান্তর তিতাস উপজেলা প্রতিনিধি মো. মহসিন বিন হাবিব মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সুত্রধর।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক মো.খাইরুদ্দিন,সহ অর্থ সম্পাদক আক্তার হোসেন,পরিকল্পনা সম্পাদক মাইনুদ্দিন হাজী,প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সদস্য শফিকুল ইসলাম মো. লিটন প্রমুখ।