
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার দুপুর ১২টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ২৩ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেন তারা।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের অবরোধ তুলতে নিতে বলে। তবে অবরোধ তুলে নেননি শ্রমিকেরা। পরে পুলিশে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।
এ খবর কালিয়াকৈরের মৌচাক ও শফিপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে রাখেন। এতে কোনাবাড়ী কলেজ গেট থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা ২৩ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার মৌচাক তেলিরচালা থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের দুপাশে বিভিন্ন কারখানা ও পরিবহনে ব্যাপক ভাংচুর চালায়। অবস্থা বেগতিক দেখে বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ দুপুর ও বিকেলে ছুটি ঘোষণা করেন। এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার সামনে বহিরাগত শ্রমিকরা পুনরায় একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অফিসার ইনচার্জ আকবর আলী খান, জেলা পুলিশ ও ইন্ডিয়াস্ট্রিয়াল পুলিশ উপস্থিত হয়ে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।