
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে অভিনব কায়দায় মাদক বহনের কারণে র্যাবের হাতে ধরা খেল এক যুবক। মহানগরীর ধীরাশ্রম এলাকায় এক যুবকের পায়ে নতুন জুতার ভিতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-১। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটককৃত যুবকের নাম ইসমাইল হোসেন (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আফজাল হোসেনের পুত্র।
র্যাব-১ সূত্রে জানাযায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে মাদকদ্রব্য গাজীপুরে নিয়ে আসছেন বলে গোপন সংবাদে জানতে পারেন র্যাব। পরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় র্যাব-১ একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেন। এসময় সন্দেহ হলে ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে যুবক তার নতুন জুতার মধ্যে হেরোইন আছে বলে জানান। পায়ের জুতা কেটে দেখা যায় এক অভিনব কায়দায় দুটি পোটলায় প্রায় ৩০০ গ্রাম হেরোইন রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ইসমাইল হোসেন নতুন জুতা কিনে তার মধ্যে হেরোইন ঢুকিয়ে সেলাই করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে করে গাজীপুরে এনেছিলেন বিক্রি করতে।
গাজীপুর র্যাব-১ কোম্পানি কমান্ডার মেজর মো.ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইসমাইলের বিরুদ্ধে মাদক মামলা আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। এর সঙ্গে কে কে জড়িত আছে সেটিও তদন্ত করা হচ্ছে। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলার প্রক্রিয়াধীন।