
তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে ও গাজীপুর মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হক সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,উপজেলা সহকারী কমিশনার
( ভূমি)আশিক-উর- রহমান,তিতাস থানা ওসি তদন্ত নয়ন মিয়া,উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফরাজ হোসেন খাঁন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতাজ্জামান,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধর,গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুর রউফ,মঙ্গলকান্দি আলিম মাদরাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমীন, সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী প্রমুখ।