
সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক ও আজকের দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান তাজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনিটে খিলগাঁওয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসেন ইমু। আমিনুর রহমান তাজ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও সাবেক সহ সভাপতি ছিলেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন তিনি। এর আগে তিনি গত ৭ অক্টোবর সকালে হার্ট অ্যাটাক করেন। এসময় গুরুতর অবস্থায় তাকে রাজধানীর খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। পরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। আমিনুর রহমান তাজের ছোট ভাই মিরাজ জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা শেষে তিন দিন আগে বাবা বাসায় ফিরেন। এসময় তিন বাসায় সবার সাথে স্বাভাবিক ভাবে কথা বার্তা বলেন। কিন্তু আজ সকালে তার হঠাৎ বুকে ব্যথা অনুভাব করেন। এসময় জুরুরী ভাবে হাসপাতালে ভর্তি করতে চাইলে তিনি নিষেধ করেন। এরপর সকাল ১০টা ১০ মিনিটে সবাইকে ছেড়ে পরপারে চলে যান। হয়ত তিনি নিজে বুঝতে পেরেছিলেন তার আর সময় নেই। ১৯৯০ থেকে শুরু করে প্রায় এক দশকের বেশি সময় সাংবাদিক তাজের লিখুনিতে ভয়ে তটক থাকত ঢাকার অপরাধ জগৎ এর গড ফাদাররা । ২০০০ সালে ‘মন্ত্রীর বউ আর পুলিশ কমিশনারের বউয়ের জয়েন্ট ভেঞ্চার’ শিরোনামে প্রতিবেদন করে গ্রেপ্তার হয়েছিলেন তাজ। গ্রেপ্তারের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন হয়েছিল। ওইটাই ছিল কোনো বাংলাদেশি সাংবাদিককে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রথম বৈশ্বিক প্রতিবাদ। সেই প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তৎকালীন প্রশাসন।১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করা তাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক পাস করেন। তারা সাংবাদিকতার শুরু আজকের কাগজ দিয়ে। পরে দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানব কন্ঠ, আজকালের খবর, দৈনিক বর্তমান, আমাদের সময়, আমাদের অর্থনীতি, যমুনা নিউজ, দৈনিক নতুন সংবাদে সুনামের সঙ্গে কাজ করেন তিনি। আমিনুর রহমান তাজের মৃত্যুতে শোকাহত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।