
তিতাস কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের অস্থায়ী কার্যালয় ও গোডাউনে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রবিবার রাত একটায় ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের হরিপুরের নিজ বাসভবনে।
ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ কান্না জড়িত কন্ঠে বলেন, জহির হত্যাকান্ডে যাঁরা জড়িত তাদের বিচার হোক আমিও চাই। আমি এই হত্যাকাণ্ডের জড়িত ছিলামনা ।প্রশাসন তদন্ত করে যাঁরা জহির হত্যাকান্ডে জড়িত তাদের বিরুদ্ধে চাজসিট দিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করেই আমার ইউপির অস্থায়ী কার্যালয়ে ও গোডাউনে আগুন দিয়ে অফিসের দু’টি স্টীলের আলমারিসহ কার্যালয় পুড়িয়ে ছাই করে দেয়।আমি ঢাকায় থাকি রাতে ফোন পেয়ে সাথে সাথেই ওসি সাহেবকে ফোন দিয়ে বিষয়টি অবগত করেছি।তিনি আরও বলেন আগুন দিয়েছে রাত ১ টায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি। খবর পেয়ে রবিবার সকাল দশটায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।