
তিতাস -কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে গত বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলায় শ্রমিকলীগের কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শের-ই- আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব লিল মিয়া,
উপজেলা যুবলীগ নেতা মো.আনোয়ার হোসেন
কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো.কবির হোসেন,মোশাররফ হোসেন, পৌর শ্রমিকলীগের সভাপতি আবু সায়েম বাবুসহ আরও অনেক নেতৃবৃন্দ।