মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
নিহত তোফাজ্জল হোসেন মণ্ডল (৪৫) উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি শহিদুল বলেন, শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে তোফাজ্জালের সঙ্গে তার প্রথম স্ত্রী রেজদা খাতুনের ঝগড়া হয়। এক পর্যায়ে তোফাজ্জাল ছুরি দিয়ে রেজদার পায়ে কোপ দেন।
মায়ের চিৎকার শুনে বাবুল মণ্ডল (১৯) ঘটনাস্থলে গিয়ে বাবার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তার পেটে আঘাত করেন। পরে প্রতিবেশীরা স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই বাবুল পালিয়ে যান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি শহিদুল।