সাইফ উল্লাহ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন, জেন্ডার বৈষম্য নিরসন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় জামালগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে বিকশিত নারী নেট ওয়ার্ক ইউনিয়ন কমিটি ও সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী নেট ওয়ার্ক কমিটির সভাপতি শাহীনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়। প্রধান অতিথি জামালগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদা। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা কন্যা শিশু কমিটির সহ সভাপতি শাহানা আল আজাদ, দি হাঙ্গার প্রজেক্ট এর হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা, সুজন এর সভাপতি শাহীন আলম, ইউপি সদস্যা শান্তনা আক্তার, আরজা খাতুন, ঝরণা আক্তার, সদস্য রিয়াসত আলী, সদর ইউপি ইয়থ যুগ্ন কো-অডিনেটর বন্থি, নারীনেত্রী আয়শা সিদ্দিকা, সাজিনা আক্তার, কন্যা শিশু কমিটির সাধারণ সম্পাদক বিলকিস, সাংগঠনিক সম্পাদক শেওলা, উজ্জীবক শহীদুল, ওয়ালী উল্লাহ প্রমূখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গন্যমান্য ব্যক্তি জুবায়ের, শরিফুল, পাবেল, ভিডিটি কমিটির সদস্য শিরিন, ইয়থ সাবিরা জাহান, চমক, জান্নাত, নাজমা, সেনুয়ারা, ভিডিটি সদস্য, রোমা, শিবলী, মনি, নিলুফা, ভিডিটির সদস্য শিউলী প্রমুখ