
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত স্বপ্নের রাণীগঞ্জ সেতু অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৭ নভেম্বর সোমবার উদ্বোধন হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য সেতুর সাথে ভার্চুয়ালি রাণীগঞ্জ সেতু উদ্বোধন করবেন। সেতু উদ্বোধনকালে সরাসরি উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এছাড়া প্রশাসন, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ, সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর উধ্বর্তন কর্তৃপক্ষ ও সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করবেন।
সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষে ৫ নভেম্বর শনিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে রাণীগঞ্জ সেতুর টোল আদায়ের তালিকা সাঁটানো হয়েছে। এতে সর্বোচ্চ ৩৭৫ টাকা থেকে সর্বনি¤œ ৫ টাকা পর্যন্ত টোল আদায় করা হবে।