Dhaka , Saturday, 27 July 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নানা আয়োজনের মধ্যদিয়ে হিলিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত।। মহেশখালীতে লাইসেন্স বিহীন করাত কলের দাপট- হুমকির মুখে পরিবেশ জীববৈচিত্র্য।। রূপগঞ্জে পূর্বাচল ইয়ুথ ক্লাবের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী।। বিদ্যুৎ গ্যাসের প্রিপেইড মিটার রিচার্জের গ্রাহকদের দীর্ঘ লাইন জনমনে তীব্র অসন্তোষ।। গাজীপুরে সকল কল-কারখানা চালু- পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য।। নরসিংদী কারাগারে  ৪৬৫ বন্দির আত্মসমর্পন।। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।। যৌতুক লোভী স্বামীর নির্যাতনের প্রতিবাদে স্ত্রীর সাংবাদিক সম্মেলন।। আপাতত বন্ধই থাকছে ফেসবুক- জুনায়েদ আহমেদ পলক।। নরসিংদীর কারাগারে হামলা দুই তদন্ত কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী।। কোটা সংস্কার আন্দোলন -ময়মনসিংহে লাঠিসোটা হাতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ- বিজিবি মোতায়েন।। শরীয়তপুরে ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতার পদত্যাগ।। আমতলীতে ২য় শ্রেণির মাদ্রাসা ছাত্রী ধর্ষণ- ধর্ষক আটক।। সিলেট জেলা কর আইনজীবী সমিতির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।। যাত্রাবাড়ীতে রণক্ষেত্র, টোল প্লাজায় আগুন।। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান পুলিশের।। কোটা সংস্কার আন্দোলন- বিক্ষোভে উত্তাল ইবি- ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর।। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মহানগর বিএনপির গায়েবানা জানাজা।। লালপুরে পদ্মায় গোসলে নেমে ৩ শিশু নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার।। রূপগঞ্জে মামলা তুলে না নেয়ায় বাদীর বাড়ীঘরে হামলা- ভাংচুর- আগুন ১ জনকে কুপিয়ে জখম।। রাতে পোষ্ট- ভোরে তিন যুবক গ্রেফতার।। কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত।। নগরীর অলিগলি হতে মুল সড়ক ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দখলে।। ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া।। তিতাসে আ.লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত।। লিওনেল মেসি ভক্তরা বড় দুঃসংবাদ পেলেন।। ঢাবি হলে স্বাধীনতাবিরোধী প্রেতাত্মারা তাণ্ডব চালিয়েছে – মুক্তিযুদ্ধমন্ত্রী।। সদরপুরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।। কোটা সংষ্কার আন্দোলন- রামগঞ্জে ছাত্রলীগ নেতার পদত্যাগ।। পাবনায় বিদ্যুৎপৃষ্টে স্কুল পড়ুয়া ভাইবোনের মৃত্যু।।

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সন্তানের বিরুদ্ধে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:32:54 pm, Friday, 7 June 2024
  • 23 বার পড়া হয়েছে

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সন্তানের বিরুদ্ধে।।

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

  

   
মাদারীপুরের ডাসারে সৈয়দা শান্তি নাহার -৭০- নামে এক বৃদ্ধা মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান। ওই বৃদ্ধা মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়াড় এমন অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। এই ঘটনার পরে বৃদ্ধা তার ছেলেকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

  
শুক্রবার -৭ জুন- সরজমিনে গিয়ে জানাযায়- ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের শান্তি নাহার নামে এক বৃদ্ধা নিজের বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের কাছে অসুস্থ কারণে ছিলেন। সেখানে অসুস্থ মাকে দেখাশোনা করার কথা বলে তার কাছে বেশ কিছুদিন রাখেছিলেন। এসময় মায়ের নামে ছিল মাদারীপুর শহরের একটি বাড়ির জমি সেই জমি স্বপন তার নামে লিখে নিয়েছেন । এছাড়াও তার বড় সন্তান সৈয়দ জানে আলম তার জমি বিক্রির ব্যাংকে থাকা টাকা আত্মসাৎ করছেন।

  
বৃদ্ধা মায়ের অভিযোগ- বড় সন্তান ও তার স্ত্রী সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নিওয়ার পরে তিনদিন খাবার না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন- একাধিকবার তাকে নির্যাতন করা হয়।এই ঘটনায় বৃদ্ধা মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। তার সাথে প্রতারণা করে সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নেয় এ মামলায় অভিযোগ করেন । বড় সন্তান সৈয়দ জানে আলম স্বপন ও তার স্ত্রী কাজী শিবলী আক্তার রুমা এবং তার নাতনী সৈয়দ রাহুল আলম শুভকে মামলায় আসামি করা হয়েছে । মামলার অভিযোগ সূত্রে জানা গেছে- সৈয়দা শান্তি নাহার নামে ওই বৃদ্ধার স্বামী বছর তিনেক আগে মারা গেলে ওয়ারিশ হিসেবে রেখে যান -তিন সন্তান এক মেয়ে। স্বামীর মৃত্যুর পরে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে বৃদ্ধা তার বড় ছেলের বাড়িতে থাকেন। নগদ টাকার প্রয়োজন থাকার কারণে ৫২ লক্ষ টাকার জমি বিক্রি করে দেন। সেই টাকা গচ্ছিত রেখেছেন বড় সন্তানের কাছে।

  

কিছুদিন পরে সে অসুস্থবোধ করলে চিকিৎসা করা হবে বলে তার বড় সন্তান স্বপন ও তার স্ত্রী রুমা এবং তার সন্তান শুভ অজ্ঞাত একটি বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে হবে জানিয়ে কিছু প্রয়োজনীয় কিছু কাগজ পত্র সই করিয়ে নেয়। এর কিছুদিন পরে সে জানতে পারেন তার বাড়ির তিন শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে বড় সন্তান জানে আলম নিজের নামে লিখে নিয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানের তার একাধিক সম্পত্তি প্রতারণার মাধ্যমে অন্যদের নামে দলিল করিয়ে নেন। বিষয়টি জানার পরে তার বড় ছেলের কাছে জমি বিক্রির টাকাসহ মোট ৭১ লক্ষ টাকা এবং তিন শতাংশ জমি ফেরত চাওয়ার পরে তিনি টাকা ও জমি ফেরত দিতে অস্বীকার করেন। একপর্যায় মামলা করা হুমকি দিলে এসময়ে সৈয়দ জানে আলম স্বপন বৃদ্ধা শান্তি নাহারকে এলোপাতাড়ি কিল ঘুসি ও লাথি মেরে পরে ঘর থেকে বের করে দেয়। ঘটনার পরে তার মেজ ছেলে সৈয়দ মুক্তি তার মাকে উদ্ধার করে চিকিৎসা করেন।

  
ভুক্তভোগী সৈয়দা শান্তি নাহার বলেন, প্রতারণার মাধ্যমে আমার ছেরে সৈয়দ জানে আলম ও তার স্ত্রী কাজী শিবলী আক্তার রুমা জায়গাজমি অর্থ সম্পদ আত্মাসাৎ করে, আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই। আমি এর সুষ্ঠু বিচার সরকারের কাছে চাই। নির্যাতেনর
শিকার বৃদ্ধার দেবর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীরর জানান- আমার ভাতিজা স্বপন আমার সামনে ওর মাকে মারধর করেছে। এমন কুলাঙ্গার সন্তান আমি জীবনে দেখিনি। ওর দৃষ্টান্তমূলক বিচার হওয়ার উচিত। যাতে কেউ মায়ের গায়ে হাত তুলতে না পারে।

  
এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ জানে আলম স্বপন বলেন- এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোনো বানোয়াট। আমার মা মিথ্যা কথা বলছে। জমি বিক্রি করে তার টাকা তাকে দেওয়া হয়েছে। সে তার টাকা তুলে সে চিকিৎসার জন্য খরচ করছে। তার জমির বিক্রির বাকী টাকা তার একাউন্টেই আছে। ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান, বৃদ্ধা মাকে পুলিশের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। এব্যপারে ডাসারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন- ঘটনাটি খুবই দুঃখজনক। মাকে তার সন্তান মারধর করবে এটা সভ্য সমাজে মেনে নেওয়ার মত নয়। অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

নানা আয়োজনের মধ্যদিয়ে হিলিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত।।

সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ সন্তানের বিরুদ্ধে।।

আপডেট সময় : 02:32:54 pm, Friday, 7 June 2024

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

  

   
মাদারীপুরের ডাসারে সৈয়দা শান্তি নাহার -৭০- নামে এক বৃদ্ধা মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান। ওই বৃদ্ধা মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে পরে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়াড় এমন অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। এই ঘটনার পরে বৃদ্ধা তার ছেলেকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

  
শুক্রবার -৭ জুন- সরজমিনে গিয়ে জানাযায়- ডাসার উপজেলার পূর্ব ডাসার গ্রামের শান্তি নাহার নামে এক বৃদ্ধা নিজের বড় ছেলে সৈয়দ জানে আলম স্বপনের কাছে অসুস্থ কারণে ছিলেন। সেখানে অসুস্থ মাকে দেখাশোনা করার কথা বলে তার কাছে বেশ কিছুদিন রাখেছিলেন। এসময় মায়ের নামে ছিল মাদারীপুর শহরের একটি বাড়ির জমি সেই জমি স্বপন তার নামে লিখে নিয়েছেন । এছাড়াও তার বড় সন্তান সৈয়দ জানে আলম তার জমি বিক্রির ব্যাংকে থাকা টাকা আত্মসাৎ করছেন।

  
বৃদ্ধা মায়ের অভিযোগ- বড় সন্তান ও তার স্ত্রী সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নিওয়ার পরে তিনদিন খাবার না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন- একাধিকবার তাকে নির্যাতন করা হয়।এই ঘটনায় বৃদ্ধা মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। তার সাথে প্রতারণা করে সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নেয় এ মামলায় অভিযোগ করেন । বড় সন্তান সৈয়দ জানে আলম স্বপন ও তার স্ত্রী কাজী শিবলী আক্তার রুমা এবং তার নাতনী সৈয়দ রাহুল আলম শুভকে মামলায় আসামি করা হয়েছে । মামলার অভিযোগ সূত্রে জানা গেছে- সৈয়দা শান্তি নাহার নামে ওই বৃদ্ধার স্বামী বছর তিনেক আগে মারা গেলে ওয়ারিশ হিসেবে রেখে যান -তিন সন্তান এক মেয়ে। স্বামীর মৃত্যুর পরে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে বৃদ্ধা তার বড় ছেলের বাড়িতে থাকেন। নগদ টাকার প্রয়োজন থাকার কারণে ৫২ লক্ষ টাকার জমি বিক্রি করে দেন। সেই টাকা গচ্ছিত রেখেছেন বড় সন্তানের কাছে।

  

কিছুদিন পরে সে অসুস্থবোধ করলে চিকিৎসা করা হবে বলে তার বড় সন্তান স্বপন ও তার স্ত্রী রুমা এবং তার সন্তান শুভ অজ্ঞাত একটি বিল্ডিং ঘরে নিয়ে গিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে হবে জানিয়ে কিছু প্রয়োজনীয় কিছু কাগজ পত্র সই করিয়ে নেয়। এর কিছুদিন পরে সে জানতে পারেন তার বাড়ির তিন শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে বড় সন্তান জানে আলম নিজের নামে লিখে নিয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানের তার একাধিক সম্পত্তি প্রতারণার মাধ্যমে অন্যদের নামে দলিল করিয়ে নেন। বিষয়টি জানার পরে তার বড় ছেলের কাছে জমি বিক্রির টাকাসহ মোট ৭১ লক্ষ টাকা এবং তিন শতাংশ জমি ফেরত চাওয়ার পরে তিনি টাকা ও জমি ফেরত দিতে অস্বীকার করেন। একপর্যায় মামলা করা হুমকি দিলে এসময়ে সৈয়দ জানে আলম স্বপন বৃদ্ধা শান্তি নাহারকে এলোপাতাড়ি কিল ঘুসি ও লাথি মেরে পরে ঘর থেকে বের করে দেয়। ঘটনার পরে তার মেজ ছেলে সৈয়দ মুক্তি তার মাকে উদ্ধার করে চিকিৎসা করেন।

  
ভুক্তভোগী সৈয়দা শান্তি নাহার বলেন, প্রতারণার মাধ্যমে আমার ছেরে সৈয়দ জানে আলম ও তার স্ত্রী কাজী শিবলী আক্তার রুমা জায়গাজমি অর্থ সম্পদ আত্মাসাৎ করে, আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই। আমি এর সুষ্ঠু বিচার সরকারের কাছে চাই। নির্যাতেনর
শিকার বৃদ্ধার দেবর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীরর জানান- আমার ভাতিজা স্বপন আমার সামনে ওর মাকে মারধর করেছে। এমন কুলাঙ্গার সন্তান আমি জীবনে দেখিনি। ওর দৃষ্টান্তমূলক বিচার হওয়ার উচিত। যাতে কেউ মায়ের গায়ে হাত তুলতে না পারে।

  
এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ জানে আলম স্বপন বলেন- এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোনো বানোয়াট। আমার মা মিথ্যা কথা বলছে। জমি বিক্রি করে তার টাকা তাকে দেওয়া হয়েছে। সে তার টাকা তুলে সে চিকিৎসার জন্য খরচ করছে। তার জমির বিক্রির বাকী টাকা তার একাউন্টেই আছে। ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান, বৃদ্ধা মাকে পুলিশের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। এব্যপারে ডাসারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন- ঘটনাটি খুবই দুঃখজনক। মাকে তার সন্তান মারধর করবে এটা সভ্য সমাজে মেনে নেওয়ার মত নয়। অভিযুক্ত সন্তানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেয়া হবে।